বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অক্ষয়ের চেয়ে বেশি ছবি করেন যে অভিনেতা !

নিউজ ডেস্ক:

বলিউডের বড় মাপের তারকারা বছরে একটার বেশি ছবি করেন না। কালে ভদ্রে দুইটা ছবিতে হয়তো দেখা যায় তাদের। এ তালিকায় আছেন আমির খান, সালমান খান, শাহরুখ খানরা। কিন্তু বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও প্রতি বছরই একাধিক ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমার। সব ছবিই গড়ে ব্যবসায়িক সফলতাও পায়।

গত বছরেও অক্ষয় কুমারের চারটি ছবি মুক্তি পেয়েছিল। ছবিগুলো হলো ‘এয়ারলিফট’, ‘রুস্তম’, ‘হাউসফুল থ্রি’ ও ‘ঢিসুম’। ‘ঢিসুম’ ছবিতে অবশ্য অতিথি চরিত্রে অভিনয় করেন অক্ষয়। এ বছরের ফেব্রুয়ারি মাসে অক্ষয় কুমারের ‘জলি এলএলবি ২’  মুক্তি পেয়েছে। এছাড়া মুক্তির তালিকায় আছে ‘নাম শাবানা’ (৩১ মার্চ), ‘টু পয়েন্ট জিরো’ (১৮ অক্টোবর), ‘টয়লেট : এক প্রেম কথা’ (২ জুন)। ছবিগুলো এ বছরই মুক্তি পাচ্ছে। এছাড়াও অক্ষয়ের হাতে আছে আরও চারটি ছবি।

মনেই হতে পারে বলিউডে হয়তো অক্ষয়ই বেশি ছবি করেন। কিন্তু না, এই রেকর্ড অন্য কারও দখলে। অক্ষয়ের মাপের অভিনেতা না হলেও, জিমি শেরগিলের ভক্ত প্রচুর। অবিশ্বাস্যকর হলেও সত্যি, গত বছর তার সর্বমোট আটটি ছবি মুক্তি পেয়েছিল। এতে হয় তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন, নয়তো তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ছিল।

এ ছবিগুলো হলো ‘হ্যাপি ভাগ জায়েগি’, ‘ট্রাফিক’, ‘শর্টকাট সাফারি’, ‘মাদারি’, ‘ইয়ে তো টু মাচ হো গায়া’, ‘দিল সালা সাঙ্কি’, ‘মহাযোদ্ধা রাম’ ও ‘বৈশাখি লিস্ট’।

এ বছর জিমি শেরগিলের কয়টি ছবি মুক্তি পাবে তা এখনো অনিশ্চিত। তবে দুটি পাঞ্জাবি ছবির কাজ শুরু করেছেন ৪৬ বছর বয়সী এ অভিনেতা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular