অক্টোবরে রাশিয়া সফরে যাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ !

0
20

নিউজ ডেস্ক:

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ অক্টোবরের প্রথম দিকে রাশিয়া সফর করবেন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেন।
খবর: তাসের।

মিখাইল বগদানভ বলেন, ‘আসন্ন অক্টোবরের শুরুর দিকে এ সফর অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের দফতর সফরের নির্দিষ্ট তারিখের ব্যাপারে বিস্তারিত জানাবে। ‘

সৌদি জাতীয় দিবস উপলক্ষে সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানে বগদানভ বলেন, রাশিয়ায় বাদশাহ’র আসন্ন সফর দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হবে।

এ কূটনীতিকের মতে, মস্কো মনে করছে দু’দেশের মধ্যে নিয়মিত মতবিনিময় এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক। এছাড়া এটি সন্ত্রাসবাদ দমনে চলতি লড়াইয়ের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ।