৭৫৫ জন মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়া ছেড়ে যেতে হবে: পুতিন !

0
25

নিউজ ডেস্ক:

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্প সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরো তীব্র করলেন। রাশিয়া-আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়ে ট্রাম্পের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুঁড়ে পুতিন বললেন, ৭৫৫ জন মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়া ছেড়ে যেতে হবে। রবিবার চূড়ান্ত আক্ষেপ প্রকাশ করে পুতিন বলেন,‘‘রাশিয়া-মার্কিন সম্পর্ক, কোন দিনই আরো উন্নতি হবে না। ’’

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞা আরোপে সবুজ সংকেত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন নিষেধাজ্ঞা জারি হতেই এবার ট্রাম্পের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।