মেহেরপুর প্রতিনিধিঃ ৬ষ্ট বর্ষে পদার্পন করল জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ৬ টি প্রদীপ প্রজ্জ্বলন করেন পত্রিকাটির মেহেরপুর প্রতিনিধি মাহাবুব চান্দু। এছাড়াও পত্রিকাটির দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল আলম, উপদেষ্টা কামারুজ্জামান, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ফক গবেষক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুব হোসেন মন্টু। জেলার ইলেকট্রনিক্স ও প্রীন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।