মেহেরপুর প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি গ্রামের আঃ লতিফ মিয়ার ছেলে মোঃ নাহিদ হাসান ৫ দফা নিয়ে বাই সাইকেলে চড়ে সারা বাংলাদেশ ভ্রমন করলেন। সে ভেলাবাড়ি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরিক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে পাশ করেন। পাশ করার পরপর সে ৫০০ টাকা দামের একটি সাইকেল নিয়ে ভ্রমনে বেরিয়ে পড়েন। গত ১২ই এপ্রিল সে লালমনিরহাট জেলা থেকে শুরু করে যাত্রা। গতকাল ২৭ই মে/১৭ তারিখে মেহেরপুর জেলায় এসে ভ্রমণযাত্রা শেষ করে। নাহিদ হাসান বিভিন্ন জেলায় সাইকেল খেলা ও ম্যাজিক দেখিয়েছে। তার ৫ দফা ছিলো বাল্য বিবাহকে না বলুন মাদক মুক্ত দেশ গড়–ন, মাদককে না বলনু, বাল্য বিবা কে বন্ধ করুন, শিক্ষক মানুষ গড়ার কারিগর শিক্ষককে ভালোবাসুন, নিজের দে কে ভালোবাসুন, নিজের মাতৃ ভাষাকে ভালোবাসুন । নাহিদের ইচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাার হাতে একটি স্বারকলিপি তুলে দেওয়া।