নিউজ ডেস্ক:
দুবাইয়ে এক ভারতীয় চিকিৎসকের কপালে সত্যিই শিকে ছিঁড়ল। কেরলীয় ওই মহিলা চিকিৎসক প্রায় ১৭ কোটি ৬৮ লক্ষ টাকার লটারি পেলেন। তবে এর জন্য তাঁকে ৫০ বার ভাগ্য পরীক্ষা দিতে হয়েছে। অর্থাৎ ৫০ বার চেষ্টা করার পরে ভাগ্য জয়। এখন আমেরিকায় থাকেন দুই সন্তানের জননী পিল্লাই। এক সময় দুবাইয়েই থাকতেন তিনি। গত ২ বছর ধরে তিনি আমেরিকার টেক্সাসে রয়েছেন। তবে তিনি পরিবারের দ্বিতীয় ব্যক্তি যিনি ১৭ কোটি টাকা বাড়িতে আনছেন। পিল্লাইয়ের স্বামীও লটারি জিতেছিলেন। রীতিমতো লটারি খেলার নেশা রয়েছে তাঁর স্বামীর। ৬ মাস আগে তিনিই পিল্লাইয়ের নামে লটারিটি কিনেছিলেন। প্রায় ৫০টি কুপন কেটেছিলেন। তাতেই এই অর্থ লাভ।
এত টাকা দিয়ে কী করবেন এখনও ভেবে উঠতে পারেননি পিল্লাই। তবে খবরটা পাওয়ার পরে প্রথমে ভুয়ো ফোন বলেই মনে হয়েছিল, জানান পিল্লাই। তবে এটা প্রথম কোনও ঘটনা নয়। এর আগে দুবাইয়ে বসবাসকারী এক ভারতীয় ১২ কোটি টাকা লটারিতে পেয়েছিলেন। তিনিও কেরলের বাসিন্দাই ছিলেন। সূত্র: আজকাল।