বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৫০ কোটি ডলারের মার্কিন বোমা কিনছে সৌদিআরব !

নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের চলমান কাতার সংকট ক্রমেই নেতিবাচক মোড় নিচ্ছে। একদিকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকটে কাতার, আর অন্যদিকে ভারি অস্ত্র মজুদে মরিয়া সৌদি আরব।

আর এমন পরিস্থিতিতে উত্তেজনার পারদ আরো একধাপ বাড়িয়ে দিল সৌদি আরবে মার্কিন বোমা কেনার চুক্তি। সম্প্রতি সৌদি আরবের কাছে ৫০ কোটি ডলারের বোমা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট।

আর এর পরই আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন মধ্যপ্রাচ্যের সংকট পরিস্থিতির ফাঁয়দা লুঠতে মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে পরিস্থিতি বুঝে অস্ত্র পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্স এসব বোমা ইয়েমেনে আগ্রাসন চালাতে  ব্যবহার করতে পারে।

অবশ্য কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল এবং কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে প্রস্তাব এনেছিলেন। তবে ৫৩-৪৭ ভোটে সেটি বাতিল হয়ে যায়। এরপর সিনেটর পল আক্ষেপ নিয়ে বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে এক অস্ত্রবাজ প্রজন্ম গড়ে তুলছি। ’

শিয়া হুথি বিদ্রোহী ও তাদের মিত্রদের বিদ্রোহের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে নির্বাসনে যেতে হয়। এর জের ধরে ২০১৫ সাল থেকে দেশটির বিদ্রোহী দমনের দায়িত্ব নেয় সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত আট হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ।

সূত্র: আল জাজিরা

Similar Articles

Advertismentspot_img

Most Popular