নিউজ ডেস্ক:
তিশান, বতিচেল্লি থেকে শুরু করে পিকালো বা দালি পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন একই মিছিলে। সত্যিকার অর্থে বলতে গেলে দাঁড়িয়ে রয়েছেন তাদের নারীরা।
পশ্চিমী বিশ্বের চিত্রকরদের আঁকা সেরা নারী অবয়বগুলিকে নিয়ে নির্মিত একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অপার নারী সৌন্দর্যকে যেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই ভিডিওতে। প্রেক্ষাপটে বেজে চলেছে সেবাস্টিয়ান বাখের স্যুট ফর সোলো চেলো নাম্বার ওয়ান ইন জি মেজর। আর পর্দায় মোনালিসা তার মুখভঙ্গি বদলে কখন হয়ে যাচ্ছে লা প্রাইমাভেরা, কখন রাফায়েল ঢুকে পড়ছেন হোলবেইনের অন্তরে, সময় আর শিল্প কখন পরস্পরকে আঁকড়ে একাকার করে দিচ্ছে, তাল রাখার আগেই পাল্টে যাচ্ছে দৃশ্য। চোখের সামনে অবাধ হয়ে দেখা দিচ্ছে নারীসৌন্দর্য।
‘ফাইভ হান্ড্রেড ইয়ার্স অফ ফিমেল পোর্ট্রেটস ইন ওয়েস্টার্ন আর্ট’ নামের এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে শিল্পরসিকদের ফেসবুক পেজে, শেয়ার হচ্ছে মুহুর্মুহু। এই ভিডিওর রচয়িতা ফিলিপ স্কট জনসন নামের এক ভিডিও আর্টিস্ট। ৫০০ বছরের পশ্চিমী শিল্পকলার সমুদ্র মন্থন করে তিনি নির্মাণ করেছেন এই আশ্চর্য ভিডিও।
২০১৩ সালে এমি অ্যাওয়ার্ড পেয়েছেন ফিলিপ। এই মুহূর্তে তিনি রীতিমতো আলোচিত এক শিল্পী। এই ভিডিও তার কাজের এক অনবদ্য নিদর্শন। এ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘উইমেন ইন ফিল্ম’ বা ‘ফেসেস ইন ফ্যাশন’-এর মতো ভাইরাল ভিডিওও। ‘ফাইভ হান্ড্রেড ইয়ার্স অফ ফিমেল পোর্ট্রেটস ইন ওয়েস্টার্ন আর্ট’-ও পেয়েছে সেরা ইউটিউব ভিডিওর তকমা।