দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী জিরাট গ্রামের মাথাভাঙ্গা নদীর তীর থেকে ৪৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পেয়ে তার নেতৃত্বে ওসি (তদন্ত) জি এম এমদাদ, সেকেন্ড অফিসার এস আই শেখ রাজিব আল রশিদ, এস আই মেসবাহুর রহমান ও এএসআই একলাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী জিরাট গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে অভিযান চালায়। এসময় মাথাভাঙ্গা নদীর তীরে আতিয়ারের বাঁশঝাড়ের নীচে মাটিতে পুতে রাখা ৩টি পলিথিনের বস্তায় ভরা ৪৫০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। সম্প্রতি এটাই দামুড়হুদা মডেল থানার উদ্ধারকৃত ফেন্সিডিলের বড় চালান। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, পুলিশসহ বিভিন্ন বাহিনীর মাদক বিরোধী তৎপরতার কারনে কোথাও নেওয়ার সুয়োগনা পেয়ে মাটিতে গর্তকরে পুতে রাখে। তবে উদ্ধারকৃত এই ফেন্সিডিল পাচারকারীকে তদন্ত করে বের করার প্রক্রিয়া অব্যহত রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।