আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট সেখানে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ‘৩২ নম্বর বাড়ির ধ্বংসস্তূপে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা নিশ্চিত হতে সিআইডি আলামত সংগ্রহ করেছে।’
এর আগে, গত বুধবার আওয়ামী লীগের ফেসবুক পেজে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতার মধ্যে। বুধবার রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হয়। ফটক ভেঙে তারা ভবনের ভেতরে প্রবেশ করে এবং লাঠি ও ভারি বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।