২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত

0
3

পৃথিবীতে আমরা দিনে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি। তবে এমন এক স্থান রয়েছে যেখানে ২৪ ঘন্টায় ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। স্থানটি মহাকাশে ভাসমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ পান।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রতি ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে মহাকাশ স্টেশন। গ্রহের চারপাশে এমন দ্রুত প্রদক্ষিণের কারণে নভোচারীরা প্রায় প্রতি ৪৫ মিনিটে একটি সূর্যোদয় বা সূর্যাস্তের সাক্ষী হচ্ছেন।

প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার কারণে স্টেশনে থাকা নভোচারীরা সময় কিছুটা ভিন্নভাবে গণনা করেন। কোর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম (ইউটিসি) ব্যবহার করেন নভোচারীরা।

নভোচারী জেসিকা মেয়ার বলেন, ‘পুরো অভিজ্ঞতা শ্বাসরুদ্ধকর। প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত আলাদা। রং আর আবহে আকাশে একটি আর্ট শো দেখার মতো অভিজ্ঞতা হয়। এমন দৃশ্য আপনাকে মহাকাশের বিশালতা আর আমাদের গ্রহের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়।’