২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

0
12

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসন পেলেও বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২১ জানুয়ারি) যশোরে চেম্বার অব কমার্সের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, তা ধারণ করতে না পারলে কোনো লাভ নেই।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বললে হবে না, রূপান্তরমূলক যদি পরিবর্তন না হয়, তবে এ গর্ত থেকে বেরুনোর কোনো সম্ভাবনা নেই।’