১৯ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু !

0
20

নিউজ ডেস্ক:

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে তীব্র ঢেউ সৃষ্টি হওয়ায় সোমবার সকাল সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সোয় ৮টা পর্যন্ত প্রায় ১৯ ঘন্টা নৌ চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টায় লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ওই নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, পদ্মায় ঢেউ কমে যাওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সর্বমোট ৩৩টি লঞ্চ চলাচল করছে বলেও জানান তিনি।