১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া !

0
24

নিউজ ডেস্ক:

আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য টানা ২ মাস লন্ডনে অবস্থান শেষে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি।

পরদিন ১৫ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে তার পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। লন্ডন পৌঁছার পর থেকে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, ১০ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের চোখ ও হাঁটুর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ আছে। ওইদিন চিকিৎসা শেষেই দেশের ফেরার তারিখ অানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।