শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

১৫ আগস্ট থেকে বরিশাল-ঢাকা রুটে লঞ্চের অগ্রিম টিকেট !

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আযহায় ঘরমুখো যাত্রীদের জন্য লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। বুকিং যাচাই-বাছাই শেষে আগামী ১৫ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিস্ট সূত্র।

এদিকে এবার কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।

প্রতি বছর ঈদের সময় ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকেট পাওয়া যেন সোনার হরিণ। কবে টিকেট ছাড়া হবে এই খবর জানতে যাত্রীরা যোগাযোগ শুরু করেছেন বুকিং কাউন্টারগুলোর সঙ্গে। এই অবস্থায় লঞ্চ মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয় কেবিনের অগ্রিম স্লিপ জমা নেওয়া। বুকিং স্লিপ যাচাই-বাছাই শেষে টিকেট দেওয়া হবে ১৫ আগস্ট থেকে।

বরিশাল-ঢাকা রুটের সুরভী শিপিং লাইন্সের পরিচালক রেজিন-উল কবির জানান, মঙ্গলবার থেকে ঈদের অগ্রিম টিকেট বুকিং শুরু হয়েছে। বুকিং চলবে ১২ আগস্ট পর্যন্ত। ১৫ আগস্ট শুরু হবে টিকেট বিক্রি, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে এবার অনলাইনেও লঞ্চের টিকেট বুকিংয়ের ব্যবস্থা করার কথা জানান রেজিন।

বরিশাল-ঢাকা রুটের সুন্দরবন নেভিগেশনের পরিচালক আক্তার হোসেন আকেজ জানান, অন্যান্য বছর যে প্রক্রিয়ায় ঈদের টিকেট বুকিং এবং বিক্রি হয়, এবারও একই প্রক্রিয়ায় টিকেট বুকিং এবং বিক্রি করছেন তারা।  কেবিন টিকেট কালোবাজারী ঠেকাতে কঠোর নজরদারীর কথা জানিয়েছেন তিনি।

এদিকে ঈদের চার দিন আগে স্টিমারের বিশেষ ট্রিপ শুরুর কথা জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ। এবার ১৫ আগস্ট থেকে সংস্থার ঢাকা কার্যালয় থেকে স্টিমারের ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

এবার ঈদুল আযহায় ঢাকা-বরিশাল রুটে তিনটি ডে সার্ভিসসহ নৈশকালীন ২১টি লঞ্চ ও ছয়টি স্টিমার চলার কথা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular