১১ বছরেই সেরা ‘তরুণ’ বিজ্ঞানী!

0
32

নিউজ ডেস্ক:

দ্রুত ও স্বল খরচে সিসাদূষিত পানি শনাক্তের যন্ত্র আবিষ্কার করে ”আমেরিকাস টপ ইয়ং সাইনটিস্ট” (আমেরিকার শীর্ষ তরুণ বিজ্ঞানী) এর খেতাব জিতেছে ১১ বছরের স্কুলছাত্রী গীতাঞ্জলি রাও। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা দশ ফাইনালিস্টের মধ্যে গীতাঞ্জলীকে সেরা নির্বাচিত করা হয়েছে, যে গত তিন মাস ধরে অন্য বিজ্ঞানীদের সহায়তায় তাদের প্রকল্পগুলোর উন্নয়নে কাজ করে। তার উদ্ভাবিত যন্ত্র কার্বন ন্যানোটিউবের মাধ্যমে পানিতে সিসার উপস্থিতি শনাক্ত করে।

বিসিসি জানায়, গ্রিক পূরাণে বিশুদ্ধ পানির দেবী ‘টেথিস’ এর নাম অনুসারে গীতাঞ্জলির আবিষ্কৃত যন্ত্রটিরও নাম রাখা হয়েছে টেথিস। যন্ত্রটি একটি সেন্সরের মাধ্যমে বিশেষ একটি মোবাইল অ্যাপের সঙ্গে সংযুক্ত থেকে তাৎক্ষণিকভাবে নির্ভুল ফলাফল দেবে।

এদিকে, একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গীতাঞ্জলি জানায়, আমেরিকার মিশিগান রাজ্যের ফ্লিন্টে ২০১৪-১৫ সালের পানি দূষণের ঘটনা তাকে এই যন্ত্র আবিষ্কারে অনুপ্রাণিত করে। ওই কেলেঙ্কারির ঘটনায় সেখানকার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে। যাদের বিচারকার্য চলছে।