বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

১০০ অসহায় শিশুা ঈদের পোশাক দিলো জাগো মেহেরপুর

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি: অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেহেরপুর শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকার ১০০ অসহায় শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে সামাজিক সংগঠন জাগো মেহেরপুর। বুধবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ পোশাক বিতরণ করা হয়। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে পোশাক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দিন, জাগো মেহেরপুর’র মুখপাত্র শোয়েব রহমান, সংগঠনের গাংনী শাখার আহবায়ক আবু সাদ্দাত, মেহেরপুর শহর শাখার সভাপতি সুখি ইসলাম, জাগো মেহেরপুর’র যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, অনুষ্ঠান সমন্বয়কারী রাতুল আহমেদ, মো: হিরণ, সংগঠক ফাহামি বিশ্বাস, অমৃতা সরকার, হৃদয় খান, মো: আকাশ, নীরব সজিব, সেতু কর্মকার, সামিউল ইসলাম সামিত, তন্নী, হিজল করিম, মিজানুর রহমান নাহিদ, তানজিমুল ইসলাম, লিজা, বাবলি, টিনা, লাম, নুরজাহান, আরকান, ঝর্ণা, অর্ণব, তাহসিন, ফৌজিয়া, অন্তরা, ইমতিয়াজ খান প্রমুখ। উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular