হরতালে বিএনপি সমর্থন দিয়ে প্রমাণ করেছেবিএনপি দেশের বিরুদ্ধে :হাছান মাহমুদ

0
32

নিউজ ডেস্ক:

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বামদলের ডাকা হরতালের কথা কেউ জানে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, হরতালের খবর ঢাকার মানুষ জানে না। সারা বাংলাদেশ বাদই দিলাম। কোনো পত্রপত্রিকায় আসে নাই হরতালের খবর। এসেছে শুধু কয়েকটা অনলাইনে পোর্টালে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালবিরোধী মানববন্ধনে হাছান মাহমুদ আরও বলেন, ‘হরতালে বিএনপি সমর্থন দিয়ে প্রমাণ করেছে, বিএনপি দেশের বিরুদ্ধে। তারা যুদ্ধাপরাধীদের পক্ষে। এটা হরতালে বিএনপির সমর্থন দেওয়া ন্যাক্কারজনক।

বিডি প্রতিদিন