শেখ অনিন্দ্য আদিব
—————————————
স্বাধীন -স্বাধীন মোর দেশ
শুনি গুজোব দিন-রাতি
সকাল সাঁঝে বেশ।
রাজনেতারা মঞ্চে উঠি
গরম করে জনশ্রুতি
বলে স্বাধীন মোদের দেশ।
বাক স্বাধীন-রাস্তা স্বাধীন,
স্বাধীন মোর জনতা।
যেথায় খুঁশি হেথায় যায়
নেই কোন দ্বিধা।
দিনে রাতি চব্বিশ ঘন্টা
হরিত হয় মোদের স্বাধীনতা।
সত্য কথা বলতে গেলে
জেল জরিমানা হয় আটা।
যেথায় যায় হেথায় দেখি
সাধারনের হরিত স্বাধীন।
বাহ্-বাহ্ শুনি নেতার
জয়ধ্বনির স্বাধীন।
জানি কী স্বাধীনতা?
খেয়াল খুঁশি মতই চলা।
না-না এটা নয় স্বাধীনতা!
ঘুরি যেমন আকাশে উরে
ইচ্ছা মত ঢেউ খেলে
বাঁধা সুঁতার নিয়মে।
কোথায় মোদের নিয়ম-নীতি
কোথায় মোরা স্বাধীন?
হরণ হচ্ছে দিবা-নিশি
স্বাধীন বাংলার চলার গতি।
স্বাধীন হয়েছে নামে ঠিকি
পেয়েছে স্বাধীন নেতা।
সব খানেতেই আছি মোরা,
নেতা- নেত্রীর অধীন।
এরি জন্য কি দেয়েছে রক্ত?
হয় লাখো মানুষ শহীদ।
দেয়েছে নারী- নারীত্ব
করতে স্বাধীন রাষ্ট্র!