সরকারি কাজের গতি এবং সমন্বয় বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুশাসন দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ এবং ‘সুরক্ষা সেবা বিভাগ’-এর কাজের পরিধি, গুরুত্ব, এবং অধিকতর সমন্বয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় এই একত্রীকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ দুই বিভাগকে একত্রিত করার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, যাতে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়।
এই নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই একীভূতকরণের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। একীভূতকরণের ফলে মন্ত্রণালয়ের নতুন নাম হবে শুধুমাত্র ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, এবং এটি ১০টি সংস্থার দায়িত্বে থাকবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা এই দুটি বিভাগ করেন। তখন জানানো হয়েছিল, কাজের সুবিধার্থে এ বিভাজন করা হয়েছে।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সিনিয়র সচিব হিসেবে মো. আবদুল মোমেন দায়িত্ব পালন করছেন।