স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ !

0
21

নিউজ ডেস্ক:

রাজধানীতে গুলশানে স্ত্রী রানী বেগমকে (৩০) গলা কেটে খুন করেছেন স্বামী। পরে স্বামী মিন্টু গাজী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

গত শনিবার রাজধানীর গুলশান এলাকায় এ ঘটনা ঘটে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গুলশানের ৬৮ নম্বর রোডের ১০ নম্বর বাসায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে প্রথমে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ঘরে থাকা ধারাল অস্ত্র দিয়ে রানীর গলায় জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আবু বক্কর সিদ্দিক আরো বলেন, খুনের পরপরই মিন্টু থানায় এসে আত্মসমর্পণ করেন এবং ঘটনা বলেন। স্ত্রীর অপর পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। বারবার বারণ করলেও রানী শুনছিলেন না। ক্ষোভে মিন্টু রানীকে খুন করে। থানায় হত্যা মামলা হয়েছে।