সেনাবাহিনীকে আরো শক্তিশালী করবে চীন !

0
24

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত ও চীন। আর এরই মধ্যে চীনের সেনাবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করার টার্গেট নিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীন সেনার ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিনপিং এমন মন্তব্য করেন।

জানা গেছে, চীন সেনার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রেসিডেন্ট শি জিনপিং যেকোনো আগ্রাসী শত্রুবাহিনীকে পরাজিত করতে সক্ষম এমন বিশ্ব মানের চীনা সেনাবাহিনী গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন।

এসময় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে ৭০০ জঙ্গিবিমানসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম নিয়ে ১২,০০০ সেনা অংশ নিয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে।