বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সেতু আছে রাস্তা নাই : জনদুর্ভোগ চরমে!

নিউজ ডেস্ক:আছে সংযোগ সেতু, আছে পণ্য পরিবহনের যানবহন কিন্তু সংযোগ সেতুর দুই পাশে নেই রাস্তা। দূর্ভোগ যেন চরমে। বলা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারী-উজলপুর বিলের মাঝখানে গড়ে উঠা সংযোগ সেতুর কথা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী-উজলপুর বিলের মাঝখানে ৫৪ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠে দুই গ্রামের এই সংযোগ সেতুটি। এতো টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে গত দুই বছরেও চালু হয়নি দুই গ্রামের যোগাযোগের সংযোগ সড়ক। সড়ক না থাকায় গত দুই বছর ধরেই অকেজো হয়ে পড়ে আছে এই সেতুটি। দুই গ্রামের বসবাসকারীদের দাবি দ্রুত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করে তাদের ভোগান্তি নিরসন করা হোক। শৈলমারী-উজলপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা এই বিলটি অত্র কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে এলাকাবাসীর প্রাণের দাবি ছিলো একটি সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা চালু করা। শেষমেষ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫/১৬ অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হয় সেতুটির। কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক এখনো নির্মাণ না হওয়ায় অকেজো হয়ে পড়েছে সেতুটি। অথচ কাজের ওয়ার্ক অডারে সেতুর সাথেই সংযোগ সড়ক হবার কথা ছিলো। ঠিকাদারী প্রতিষ্ঠান তা করেননি। শৈলমারী-উজলপুর গ্রামবাসীরা জানান, দুই গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সরকার ব্রিজটি তৈরির উদ্যোগ নেন। অথচ গত দুই বছরে তার সুফল গ্রামবাসী পাচ্ছে না। গ্রামের সাধারণ মানুষ তো বটেই দুই গ্রামের শিক্ষার্থীদেরকেও অন্য গ্রাম ঘুরে নিজ গ্রামে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর দুইপাশে সংযোগ সড়ক করে দুই গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা চালু করা হোক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular