বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সুদূর গ্রহে পানির প্রমাণ পেল জ্যোতির্বিজ্ঞানীরা !

নিউজ ডেস্ক:

পানির অস্তিত্ব থাকার প্রমাণ মিলল মহাকাশের একটি গ্রহে। যা আবারও জ্যোতির্বিজ্ঞানীদের নতুন করে আশার আলো দেখাচ্ছে, সৌরমণ্ডলের বাইরেও প্রাণ থাকা নিয়ে।

নাসার হাব্‌ল এবং স্পিট্‌সজার টেলিস্কোপের সাহায্যে প্রায় ৪৩৭ আলোকবর্ষ দূরে একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন ওই গ্রহের নাম দেওয়া হয়েছে এইচএটি–পি–২৬বি। গ্রহের আকার এবং ভর আমাদের সৌরমণ্ডলের নেপচুন গ্রহের মত। যে নক্ষত্রকে সে প্রদক্ষিণ করে, সেটি সূর্যের থেকে প্রায় দ্বিগুণ বয়স্ক। নেপচুনের থেকে সূর্যের তুলনায় নিজের নক্ষত্রের থেকে এইচএটি–পি–২৬বির দূরত্বও অনেক কম। ফলে নেপচুনের তুলনায় অনেকটাই উষ্ণ তার আবহাওয়া।

বিজ্ঞানভিত্তিক পত্রিকা, ‘সায়েন্স’-এ প্রকাশিত রিপোর্টে বিজ্ঞানীদের দাবি, এইচএটি–পি–২৬বি গ্রহে রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। যা জলের পক্ষে উপযোগী। যদিও জলের প্রমাণ মেলেনি এখনও। তবে গ্রহের আবহাওয়া মণ্ডল অন্যান্য মহাজাগতিক বস্তুর থেকে অনেকটাই পরিষ্কার। এইচএটি–পি–২৬বি সম্পর্কে আরও জানতে, তার নিজের নক্ষত্রের কাছাকাছি আসার অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular