সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্তে খাসিয়ার গুলিতে জমির আহমদ (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে, সীমান্তবর্তী টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে।
নিহত জমির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির আহমদ বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১২৮৬-১২৮৭ এর মাঝামাঝি টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় ভারতীয় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে জমির আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, জমিরের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ থেকে ১২৯৪ পর্যন্ত এলাকায় প্রায়ই বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করে ভারতীয় পণ্যসামগ্রী আনতে যান, যা খাসিয়াদের পান-সুপারি ক্ষেতের ক্ষতি করছে। এর জের ধরে খাসিয়াররা অনুপ্রবেশকারীদের ধাওয়া দিয়ে থাকেন এবং কখনো কখনো গুলিও চালান।