শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

সিলেটে নদী থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার !

নিউজ ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলার কলসী নদী থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জামাল হোসেন (২৮) নামক ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

জামাল উপজেলার বিরাইমারা (গড়েরপার) গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন জামাল হোসেন। এ বিষয়ে জৈন্তাপুর থানায় তার পরিবারের পক্ষ থেকে জিডিও করা হয়েছিল। মঙ্গলবার জৈন্তাপুরের কলসী নদীতে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জৈন্তাপুর থানার ওসি ময়নুল জাকির বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। পুলিশ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular