বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিরাজগঞ্জে সড়ক পরিবহণ মালিক-শ্রমিকদের মানববন্ধন

রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:  প্রস্তাবিত সড়ক পরিবহণ আইন-২০১৭’তে মালিক-শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলো বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ জেলা বাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকেরা।

রোববার সকাল ১০টায় শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে সকল পরিবহণ বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনছার আলী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সভাপতি নুর কায়েম সবুজ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক নামদার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী, সিএনজি অটোরিক্সা মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, অটোটেম্পু, অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ফিরোজ আহম্মেদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দন্ডবিধি আইনে দুর্ঘটনার মামলা দায়ের ও দুর্ঘটনায় নিহত হলে ২৫ লাখ টাকা জরিমানা ধার্য্যসহ পরিবহন মালিক-শ্রমিক স্বার্থ পরিপন্থী সকল ধারা বাতিল করতে হবে। এছাড়াও  বাম্পার ও এঙ্গেল অপসারণের নামে হয়রানিমূলক মামলা বন্ধের দাবী জানিয়ে দূর্ঘটনার মূল কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থার দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মালিকানাধীন ওয়ালটন পণ্য বর্জণের ঘোষণা দেন। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে জেলার সকল যানবাহন বন্ধ করে পরিবহণ শ্রমিক ও মালিকবৃন্দ অংশ নেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular