সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জামায়েতুল মুজাহিদীন অব বাংলাদেশ (জেএমবি)’র সক্রিয় সদস্য আতিকুর রহমান আতিক (৩০) কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় উল্লাপাড়া উপজেলার শ্যামলী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আতিক উল্লাপাড়ার পুরানধুঞ্চি গ্রামের মৃত আকবর হোসেনের পুত্র। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় র্যাব-১২’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করা হয়। র্যাব-১২’র অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক মেজর সাফায়াত আহম্মদ সুমন গণমাধ্যম কর্মীদের জানান, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর উল্লাপাড়ার মোহনপুর গ্রামে ডিবি পুলিশের জঙ্গী বিরোধী অভিযানে প্রচুর জেহাদী বই-পুস্তকসহ বেশ ক’জন জঙ্গীকে গ্রেফতার করা হয়। সেসময় গ্রেফতারকৃতদের সাথে আতিক উপস্থিত থাকলেও ডিবির উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। দীর্ঘদিন থেকেই সে আত্বগোপনে ছিলেন। দীর্ঘ সময় পর র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।