সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্যার পানি কমা অব্যাহত রয়েছে । গতকালও পানি ২ সেন্টিমিটার কমেছে । পানি কমলেও বানবাসী মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে । পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে বিভিন্ন উচু স্থানে আশ্রয় নেয়া এই সব মানুষ নিজেদের খাবার যোগার করতে পারলেও গবাদি পশুর খাবার যোগারে হিমশিম খাচ্ছে। তাছাড়া জেলার শাহজাদপুর উপজেলার চারণ ভুমি গুলি ডুবে যাওয়ায় বড় বড় খামারীরা চরম বিপাকে পরেছে । গো-খাদ্য সংকটের কারণে কোন কোন খামারী বাছুর ও বয়স্ক গরু বিক্রী করে দিচ্ছে বলে খামারী সুত্রে জানা গেছে। বন্যায় এ পর্যন্ত জেলার ৪৪ টি ইউনিয়নের ২৪৮ টি গ্রামের আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রন্ত হয়েছে। জেলা ত্রাণ অফিস সুত্রে জানা যায় বন্যা ও ভাঙ্গনে ক্ষতি গ্রস্থদের মাঝে এ পর্যন্ত ৩৩৮ মেট্রিকটন চাল ও নগদ ৯ লাখ টাকা বিতরন করা হয়েছে ।