বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে ২৫০ পিস ইয়াবা নারী আটক !

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে ২৫০ পিস ইয়াবা, মাদক বিকরির ১৯ হাজার ৬শ টাকা ও দু’টি মোবাইল ফোনসহ সাবিত্রী রাই (৩৪) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার রাতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে উপজেলার বড়মাঝ দক্ষিণা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাবিত্রী রাই ওই গ্রামের স্বপন কুমার রাইয়ের স্ত্রী।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন। এতে বলা হয়, সাবিত্রী রাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা, মাদক বিকরির ১৯ হাজার ৬শ টাকা ও দু’টি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular