মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়ায় শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে উপজেলা কৃষি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড আশরাফুল ইসলাম, গোল ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, দমদমা পাইলট স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আফসার আলী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ে আলোচনা সভা হয়।