বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সাহিদুজ্জামান টরিককে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গায় যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমির পক্ষ থেকে
নিউজ ডেস্ক:বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা, সাহিদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিককে যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের প্রতিষ্ঠিত বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের একমাত্র তিন তারকা ‘হোটেল সাহিদ প্যালেস’-এর অভ্যর্থনা কক্ষে যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমির একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে এ কৃতী ব্যবসায়ীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমির মহাপরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেন, নির্বাহী পরিচালক দ্রোহের কবি অমিতাভ মীর, কবি গোলাম কবীর মুকুল, অধ্যাপক শেখ সেলিম, নাজিম উদ্দীন, আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম, অ্যাড. কাইজার হোসেন শিল্পী, ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, লাবলুর রহমান প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমির প্রতিনিধি দল নবনির্মিত তিন তারকা ‘হোটেল সাহিদ প্যালেস’ ঘুরে ঘুরে দেখেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular