সাভারে স্কুলছাত্রসহ ৫ জনকে কুপিয়ে জখম !

0
29

নিউজ ডেস্ক:

ঢাকা জেলার সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে পূর্ব শত্রুতার জের ধরে দুই স্কুলছাত্রসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

আহতরা হলেন কৃষক আলমাস হোসেন (৪০), তার ছেলে রেডিয়ান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হোসেন (১৩) ও ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেন (১১), তাদের আত্মীয় রাহেমা (৩৫) ও তার ছেলে তানভীর আহমেদ (১৯)।

আহতরা জানায়, বনগ্রাঁমের কৃষক আলমাস হোসেনের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ঢুকে তাদের কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।