নিউজ ডেস্ক:
উচ্চমাত্রায় ফ্যাটযুক্ত খাবারে শুধু আপনার দেহের ওজনই বাড়ে না, এটি মস্তিষ্কের কার্যক্ষমতাও কমিয়ে দেয়। মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা কমাতে ভূমিকা রাখে ফ্যাট, যা আদতে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পিটিআই।
সঠিকভাবে কাজ করার জন্য মস্তিষ্কের কোষগুলোর পারস্পরিক দ্রুত যোগাযোগের প্রয়োজন রয়েছে। আর ফ্যাট এ যোগাযোগের ক্ষমতা কমিয়ে দেয় বলে জানিয়েছেন গবেষকরা।
নিউরনের আন্তঃসংযোগে বাধা সৃষ্টি করে ফ্যাট। আর এতেই মস্তিষ্কের ক্ষমতা কমে যায়।