সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

0
18
oplus_0
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি:

নবম দশম শ্রেণির পাঠ্যবই থেকে আদিবাসী গ্রাফিতি বাদ দেওয়া ও ঢাকায় শান্তি সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ও তাদের সাংবিধানিক আদিবাসী পরিচয় পেতে আন্দোলন করেছে আদিবাসী শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্তরে পাহাড়ি ছাত্র পরিষদের আয়জনে এ বিক্ষোভ সমাবেশ করেন রাবিতে অধ্যায়নরত আদিবাসী শিক্ষার্থীরা।
আন্দোলনে তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল, “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”,“আমার ভাইকে মারলো কেন, রাষ্ট্র তোমার জবাব চাই”, “লড়াই হবে সমান তালে, পাহাড় কিংবা সমতলে”,“আমরা নই উপজাতি, আমরা সবাই বাংলাদেশি”,“তোমার আমার পরিচয়, আদিবাসী আদিবাসী, “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না” “উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না”
বিক্ষোভ সমাবেশে আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক বলেন,এনসিটিবির যে চেয়ারম্যান এই আদিবাসী গ্রাফিতি উঠিয়ে দিয়েছে তার অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শান্তিপূর্ণ ঘেরাও মিছিলে জলকামান টি আরশোল অবিচারে গুলিবর্ষণ এর তীব্র নিন্দা জানাই। আজকে যখন আদিবাসীদের উপর হামলা হয় তখন পুলিশদের আমরা নীরব ভূমিকায় দেখি। পুলিশের আদিবাসীদের উপর হামলা এ টান কোন নতুন রূপ নয়।
তিনি আরও বলেন, পুলিশ আদিবাসীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তাদের গুলি করে মারে বিরুদ্ধে রাষ্ট্র কোন পদক্ষেপ নেয়নি তারা জুলাই আন্দোলনকেনধারনা করে না তারা আাদিবাসিদের মিশিয়ে দেয়। আজকের পুলিশ বাহিনী তাদের গ্রেফতার করতে পারে নাই। আদিবাসীদের তারা সবসময় দমিয়ে রাখতে চায়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী রেজা  বলেন, আদিবাসী সাথে যে সমস্ত কথা উঠে আসে উপজাতি সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিটি শব্দই রাজনৈতিক। হাজার হাজার বছর ধরে এ ভূখন্ডে আমরা বাস করছি চাইলেই কেউ অস্বীকার করতে পারিনা। জুলাই বিপ্লবের চেতনায় আমি কাওকে বাদ দিতে চাইনা। জুলাই বিপ্লবের চেতনাকে ভোলানোর জন্য  বাদ দেবার জন্য  কিছু মানুষ ষড়যন্ত্র করছে।
বিক্ষোভ সমাবেশেই পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য বিজয় চাকমা বলেন, যখনই আদিবাসীদের অধিকার আদায় নিয়ে কোনো আন্দোলন হয়েছে কোনো দাবি উঠেছে তখনই একদল মানুষের মধ্যে বিষফোড়া উন্মেচিত হয়। তারা কোনো না কোনোভাবে এ আন্দোলন ভূলন্ঠিত করার চেষ্টা করে। তারা মনে করে আদিবাসীরা এ ভূখন্ড থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু সমতলের ও পাহাড়ের আদীবাসিরা আন্দোলন করবেই।জুলাই বিপ্লবের চেতনাকে নসাৎ করার জন্য স্টুডেন্ট ফর সভেরিয়েন্টি এনসিটিবি ভবন ঘেরাও করে গ্রাফিতি বাতিল করে এর দায় এনসিটিবি ও স্টুডেন্ট ফর সভেরিয়েন্টিকে এর দায় তাদের নিতে হবে।
তারা বিক্ষোভ সমাবেশের আগে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তাগুলো প্রদক্ষিণ করেন এ সময় বিবি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক সহ উপস্থিত ছিলেন প্রায় শতাধিক শিক্ষার্থী।