নিউজ ডেস্ক:
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্ক লোকক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার শঙ্কা রয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মার্ক বলেন, এখনও রোহিঙ্গারা আসছেন। এটি থামেনি। আবারও তাদের ঢল নামার শঙ্কা রয়েছে। জাতিসংঘ সে হিসেবে প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়াও রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার সুযোগ দিতে আবারও তিনি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা জোয়েল মিলম্যান একটি পৃথক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিদিন দুই হাজার করে রোহিঙ্গা এখনও বাংলাদেশে আসছেন। এখন পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সোয়া পাঁচ লাখ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। বেসরকারিভাবে এই সংখ্যা দশ হাজার পার করেছে মধ্য সেপ্টেম্বরেই। কোনো আন্তর্জাতিক প্রতিনিধিদল সেখানে কাজ করার সুযোগ না পাওয়ায় নতুন তথ্য জানা যাচ্ছে না।