নিউজ ডেস্ক: অস্ত্র পরীক্ষার সময় অসাবধানতাবশত সহকর্মীর বন্দুকের গুলিতে পুলিশের বিশেষ শাখা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ কনস্টেবলের নাম রহিমউদ্দিন।
রোববার রাত সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকাবস্থায় এ ঘটনা ঘটে।
এপিবিএনের পুলিশ সুপার সেলিম খান জানান, গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, আহত পুলিশ সদস্যের বুকে গুলি লেগেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।