নিউজ ডেস্ক:
সুপ্রিমকোর্টের রায়ে সংসদ সদস্যপদ ও প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইতিমধ্যে ভাইকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর প্রক্রিয়াও শেষ করেছেন।
এবার ছুটি কাটাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলার মারিতে নিজেদের বাড়িতে উঠবেন নওয়াজ পরিবার। পাঞ্জাবকে শরীফ পরিবারের রাজনৈতিক ঘাঁটি মনে করা হয়।
স্ত্রী কুলসুম নওয়াজ, মেয়ে মারিয়াম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন সফদারকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করেন তিনি।
পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, রবিবার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করেছেন নওয়াজ শরিফ। তিনি এখন প্রাক্তন প্রধানমন্ত্রী, ফলে ওই বাড়িতে তার থাকা সম্ভব নয়।
কড়া নিরাপত্তায় নওয়াজ ও তার পরিবারকে মুরি নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার আগে প্রধানমন্ত্রীর বাসভবনের রক্ষী ও কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন নওয়াজ শরিফ। তার সঙ্গে দেখা করেন প্রাক্তন অর্থমন্ত্রী ইসাক দার।