সরকারি তোলারাম কলেজের শিক্ষা সফরের বাস দূর্ঘটনায় পথচারীর মৃত্যু, আহত ৮ শিক্ষার্থী

0
9

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় শিক্ষা সফরের বাস দূর্ঘটনার শিকার হয়েছে।দূর্ঘটনায় পথচারী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহত ব্যাক্তির পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনা কবলিত গাড়িটিতে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে রাঙামাটি ও কক্সবাজার যাওয়ার কথা ছিলো। পথিমধ্যে মহাসড়কের মিঠাছড়া এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা সহ খাদে আছড়ে পড়ে৷ তবে এরপরও মানসিক ভারসাম্যহীন লোকটিকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তিনি মারা যান৷

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীদের নিয়ে দুটি বাসে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। মিরসরাইয়ে সড়কের ওপর উঠে যাওয়া মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়।আমাদের বাসে শিক্ষক-শিক্ষার্থী সহ ৪০ জন ছিলাম।

দূর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন৷