বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সন্তানদের শিক্ষা দিন পরিবার থেকেই

চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্রে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসপি জাহিদ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সমাজে অপরাধ প্রবণতা সবচাইতে বেশি উঠতি বয়সী যুবক-যুবতীদের মধ্যে। কারণ পারিবারিক সুশিক্ষার অভাব। তাই সন্তানদের শিক্ষা দিন পরিবার থেকেই, যেন তারা অপরাধ কর্মকা- থেকে বিরত থাকে। আর তা না হলে শাস্তি পাবেন অভিভাবকেরাও।’ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সমাজে অপরাধ প্রবণতা সবচাইতে বেশি উঠতি বয়সী যুবক-যুবতীদের মধ্যে। কারণ পারিবারিক সুশিক্ষার অভাব। তাই সন্তানদের শিক্ষা দিন পরিবার থেকেই, যেন তারা অপরাধ কর্মকা- থেকে বিরত থাকে। আর তা না হলে শাস্তি পাবেন অভিভাবকেরাও।’ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্যের জবাবে পুলিশ সুপার বলেন, ‘আপনার এলাকা অপরাধমুক্ত রাখার দায়িত্ব আপনাদেরই। পুলিশ আপনাদের সহায়ক। অপরাধীদের প্রশ্রয় দেবেন না, তাদের তথ্য দিন পুলিশকে। তবেই সমাজ থেকে অপরাধ কর্মকা- দূর হবে।’ চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আবু হাসানুজ্জামান মানিক, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা। ওপেন হাউজ ডে পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular