বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন একটি মানবাধিকার ভিত্তিক সামাজিক সংগঠন। শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৭ সালের ১লা ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন একটি মানবাধিকার ভিত্তিক সামাজিক সংগঠন। শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৭ সালের ১লা ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
একটি গতিশীল সংগঠন হিসেবে এসব কার্যক্রম অব্যাহত রাখতে এসআরএ’র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত টুকিটাকি চত্বরে আমাদের বুথ থাকছে। এছাড়াও অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার সুযোগ থাকবে।
ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সংগঠনটি। সম্প্রতি জুলাই বিপ্লবেও রয়েছে অসামান্য অবদান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম স্টেইক হিসেবে ভূমিকা রাখেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এছাড়াও অতীতে ক্যাম্পাসে র্যাগিং বিরোধী আন্দোলনে, আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতন রোধে ও ছাত্রদের অধিকার লঙ্ঘন ইস্যুতে মানববন্ধন, বিবৃতি ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন ভূমিকা পালন করেছে।
স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন,আমরা মূলত কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষা করতে ও শিক্ষার্থীদের অধিকার রক্ষা করতে। ইতিমধ্যে আমরা মেম্বার রিক্রুটমেন্ট শুরু করেছি। মানবাধিকার রক্ষায় এভাবেই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালিত করতে চাই।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহন, খাদ্য সংকট নিরসন ও ছাত্র নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ।
শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে আপনিও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের কার্যক্রমের অংশ হতে পারেন। মানবাধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটি শিক্ষাপোযোগী বিশ্ববিদ্যালয় গঠনে ভূমিকা রাখার আহ্বান জানায় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।