সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক !

0
20

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রধানমন্ত্রী এ সময় রাজনীতিতে গোলাম মোস্তফা আহমেদের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন সৎ নেতাকে হারালো।
প্রধানমন্ত্রী এ সময় তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত ১৮ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।