সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ কাজীপুরের দুর্গম চর নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের উন্নয়ন এবং শান্তির জন্য দেশবাসীকে আবারো নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানালেন। জনগণের উপর আস্থাহীন বিএনপি এখন নির্বাচন বন্ধের চক্রান্ত করছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেছেন- কোন চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই। তিনি এও বলেছেন- আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবেনা বলেই বিএনপি দেশী বিদেশী চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোন অশুভ শক্তির চক্রান্ত নস্যাত করে দেবে। তিনি শনিবার দুপুরে কাজীপুরের নিশ্চিন্তপুরে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এর আগে তিনি স্পীডবোড যোগে উত্তাল যমুনা নদী পাড়ি দিয়ে কাজীপুরের দুর্গম চরে পৌছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন। সিরাজগঞ্জে চার দিনের সফরের দ্বিতীয় দিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করে নাসিম বলেছেন-বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই দুর্গম চরাঞ্চলে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে তা পূরণ করা হলো। এ সব কেন্দ্রে ডাক্তার, নার্স এবং প্রয়োজনীয় সকল ওষুধ পাওয়া যাবে। কিন্তু মানুষের সেবা নিশ্চিত করতে হবে। কোন অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে তিনি হুশিয়ার করে দেন। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ার,এইচ ই ডি’র তত্বাবধায়ক প্রকৌশলী এফ এ মোঃ মুরশিদ, সিভিল সার্জন ডাঃ শেখ মনজুর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহমেদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ শাহিন হাসান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা মোহাম্মাদ নাসিমের উপস্থিতিতে জনসভায় রুপ নেয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং পাশ্ববর্তী ইউনিয়ন টেকানী ও নাটয়ারপাড়া থেকে মিছিল নিয়ে দলে দলে মানুষ এসে উপস্থিত হয় নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে। অসংখ্য নারীও এই জনসভায় যোগ দেন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম,উপজেলা চেয়রম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়রম্যান জালাল উদ্দিন প্রমুখ।
দুর্গম চরের এই জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ কাজীপুর সহ সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার চিত্র তুলে ধরে বলেছেন- আওয়ামীলীগ ক্ষমতায় এলেই কেবল দেশের উন্নয়ন হয়। আর স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুটপাট হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। দুর্গম এই চরেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিদ্যুত,পাকা সড়ক, স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠানসহ সবই আছে।