বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সংখ্যালঘু ইস্যুতে আজ কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, কোনো মানুষ তার ধর্মের কারণে অসম্মানিত হবে না, সরকার এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট রেখেছে। তিনি আরও বলেন, কিছু ঘটনা ঘটেছে যা অস্বীকার করা হচ্ছে না, তবে যারা এসব ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা অভিযোগ করেন, ভারতের মিডিয়া কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা অন্যান্য গণমাধ্যমও অনুসরণ করছে। তবে তিনি নিশ্চিত করেন, এই সরকার সকল ধর্মের মানুষের প্রতি সমান আচরণ করছে।

আজকের ব্রিফিংয়ে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি, শুধুমাত্র গণমাধ্যমের আচরণ নিয়ে আলোচনা করা হয়।

ইসকন পুরোহিত চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমরা ব্রিফিংয়ে তার আটক হওয়ার কারণ উল্লেখ করেছি এবং আমাদের অবস্থান স্পষ্ট করেছি। অন্যান্য দেশের কূটনীতিকদেরও এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানান, সকল কূটনীতিকরা এ বিষয়ে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, সংখ্যালঘুদের বিষয়টি একটি ইস্যু, তবে আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং স্বার্থ অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

ভারতের ভিসা বন্ধের প্রসঙ্গে তৌহিদ হোসেন মন্তব্য করেন, ভারত তাদের ভিসা বন্ধ নিজেদের স্বার্থেই করেছে কি-না দেখতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular