শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

শৈলকুপায় সরকারি স্কুলের গাছ কর্তনে শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কর্তণ করায় প্রধান শিক্ষিকা সোহেলী খাতুনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, এ বছর জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু হয়। এ সময় প্রধান শিক্ষিকা নিয়মনীতি উপেক্ষা করে স্কুলের দুটি গাছ ও ডালপালা কেটে বাড়ীতে নিয়ে যায়। এছাড়াও কর্তৃপক্ষের অনুমতিবিহীন স্কুলের পুরাতন দুটি বাথরুম ভেঙ্গে যাবতীয় মালামাল গোপনে ঠিকাদারের নিকট বিক্রয়ের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, শিক্ষিকা সোহেলী খাতুন একই স্কুলে প্রায় ১যুগ শিক্ষকতার পাশাপাশি স্কুল সভাপতি তার ভগ্নিপতি তোরাব আলীর দাপট দেখিয়ে ইচ্ছেমত প্রতিষ্ঠান চালান। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিকবার নানা অনিয়ম দূর্নিতির অভিযোগ উঠেছে। অভিভাবকরা আরো জানান, পুরাতন বাথরুমের নিম্নমানের ইট, রড ব্যবহার করা হয়েছে নতুন ওয়াসরুমে। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি তোরাব আলী জানান, লিখিত অভিযোগের বিষয়টি তার জানা নাই তবে অনিয়ম হলে যথাযথা ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular