স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ লোডশেডিংয়ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষুদ্ধ এলাকাবাসী খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে তারা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ১ঘন্টা পরে তারা অবরোধ তুলে নেয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি দেয়।
শেখপাড়া বনিক সমিতির ব্যানারে স্থানীয় জনতা এসব কর্মসূচী পালন করছে। তাদের অভিযোগ পল্লীবিদ্যুতের অব্যহত লোডশেডিং এর কারনে ব্যবসা-বানিজ্য, শিক্ষার্থীদের লেখাপড়া বিঘœ ঘটছে, কৃষি কাজেও বৈদ্যুতিক সমস্যায় ভুগছে।এসব ছাড়াও দৈনন্দিন নানা কার্যক্রম চালাতে পারছে না।
কর্মসূচীতে বনিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মোল্লা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয় ও ক্ষোভ প্রকাশ করে। অবরোধ চলাকালে রাস্তার দুপাশে যাত্রবাহী বাস, পন্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।