স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় নারী ও শিশু নির্যাতন মামলায় একটি বিদ্যালয়ের ৪ শিক্ষক ও কর্মচারীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। তারা হলেন- শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম, পিওন সাইদুল ইসলাম ও কেরানী আবুল কালাম আজাদ। সোমবার বিকেলে ঝিনাইদহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, যায় গত কয়েক মাস আগে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে তার অফিস রুমে শ্লীলতাহানীর চেষ্টা করেন সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, ল্যাবএসিস্টেন্ট আবুল কালাম, চায়না আফরোজ, পিয়ন শহিদুল ইসলামসহ ৭ শিক্ষক কর্মচারী। এ ঘটনায় তিনি ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে আসামীদের হাজির হওয়ার সমন জারী করেন। আসামীরা সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত চায়না আফরোজকে জামিন দিয়ে সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ ৪ শিক্ষক কর্মচারীকে কারাগারে পাঠনোর আদেশ দেন।