স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ক্যানেলের ব্রীজটি আংশিক ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘœ ঘটছে। এটি শৈলকুপা-হাটফাজিলপুর ও আবাইপুরের একমাত্র সংযোগ সেতু। স্থানীয়ভাবে এটা ধামখোল ব্রীজ বলে পরিচিত। এই ব্রীজ দিয়ে হাটফাজিলপুর থেকে শৈলকুপা, ঝিনাইদহ হয়ে যাত্রীবাহী বাস সরাসরি খুলনায় যাতায়াত করে। এছাড়াও মালবাহী ছোট-বড় পরিবহন চলাচলতো আছেই। বেশ কিছুদিন যাবৎ আংশিক ধ্বসে পড়া সেতুটি যে কোন সময় সম্পূর্ণ ভেঙ্গে পড়ার আশংকায় ভারি যান চলাচল বন্ধ রয়েছে। ছোট যান বাহন ঝুঁকি নিয়ে চললেও ঘটতে পারে প্রাণ ঘাতির মত বড় ধরণের দূর্ঘটনা।
তাই অতিদ্রুত ব্রীজটি পূণ:নির্মাণ অথবা সংস্কার করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগি ও স্থানীয়রা। ইতিপূর্বে জনদূর্ভোগের এই বিষয়টি তুলে ধরা হয়েছিল। কিন্তু তাতে খুব একটা ফলাফল হয়েছে বলে জানা নাই।