শেরপুর সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

0
8
আরফান আলী, শেরপুর:
‘স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্ধান সর্বত্র পূজ্যতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) কলেজে অস্থায়ী পূজা মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়েছে।
সরস্বতী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ, উপদেষ্টা হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হোসেন।
সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর উত্তম কুমার নন্দী, সদস্য সচিব হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, সদস্য ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উদয় কুমার সাহা।
পূজা মণ্ডপ পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম।
এসময় আহবায়ক উত্তম কুমার নন্দী বলেন, প্রতিবছরের মতো এ বছরেও শেরপুর সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। এ পূজার মাধ্যমে সকলের জীবন সার্থক হবে এবং বিদ্যায় পরিপূর্ণ হবে, এটাই প্রত্যাশা।
শিব শংকর কারুয়া বলেন, সকাল থেকেই শিক্ষার্থীরা পূজা অর্চনা করেন। আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করি অসুরের আয়োজন বিনাশ হোক এবং সুরের মূর্চ্ছনায় সারাদেশ আলোকিত হোক।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠান সফল হওয়ায় পূজা উদযাপন কমিটির সবাই ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবছর এ ধারা অব্যাহত থাকবে।