নিউজ ডেস্ক:
আমেরিকার শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠক, শিক্ষাবিদ এবং লেখক রিচার্ড ও’ ব্রিয়েনের ‘উইমেন প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ গ্রন্থের প্রচ্ছদে সাত নারী নেতার ছবি স্থান পেয়েছে। এরমধ্যে শেখ হাসিনাও রয়েছেন। বইয়ে জনকল্যাণমূলক কাজে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। এজন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
গ্রন্থটির প্রকাশনা উৎসব হবে আগামী মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে। ‘উইমেন্স ন্যাশনাল ডেমক্র্যাটিক ক্লাব’ এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং নারী ব্যক্তিত্বরা।
‘উইমেন প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ শীর্ষক বইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিন্ন মাপের এক রাজনীতিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার সংগ্রাম ও অর্জনকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
‘বাংলাদেশকে যখন আমি দারিদ্র্য মুক্ত দেশ, ক্ষুধামুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, সম্ভবত: তখোনই আমি বলতে পারবো যে, আমি গর্বিত’ -শেখ হাসিনার এই সংকল্প উদ্ধৃত করা হয়েছে এই বইয়ে।
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, বাংলাদেশি ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা এম রহমান জহীর, বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান এবং পরিচালক মোহাম্মদ মাহফুজ প্রমুখ।